নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বঙ্গের মাটিতে সাফল্য এল জঙ্গলমহলের হাত ধরে।গুজরাটে অনুষ্ঠিত ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪ এর অনূর্ধ্ব ১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমির তীরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। এই জয়কে ও সাফল্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে অনিমেষের মত বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড় গ্রামের আর্চারি একাডেমি সহ বাংলা বিভিন্ন জায়গায় ফুটবল ব্যাডমিন্টন টেনিস সাঁতার ইত্যাদির জন্য মোট আটটি একাডেমি তার নেতৃত্বাধীন সরকার তৈরি করেছে বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন এটা আমার গর্ব একদিন এইসব জায়গা থেকে বাংলার ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে। দেশের মুখ উজ্জ্বল করবে। এই প্রত্যাশা আমি রাখি। এর পাশাপাশি বেঙ্গলআর্চারি একাডেমির ছাত্র অনিমেষ রায় কে স্বর্ণপদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন বেঙ্গল আর্চারি একাডেমির ছাত্র অনিমেষ রায়ের এই সাফল্য প্রমাণ করে দেয় রাজ্য সরকার পরিচালিত এই একাডেমি সঠিক লক্ষে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এখান থেকে আরো অনেক ছাত্র-ছাত্রীরা বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। জঙ্গলমহলের অনিমেষ রায়ের এই সাফল্য গোটা বাংলার মুখকে উজ্জ্বল করায় গর্বিত হল বঙ্গের মাটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct