আপনজন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে মাসখানেক আগে ড্রোন হামলার পর এবার দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তা গিয়ে পড়ে বাড়ির বাগানে। যদিও নেতানিয়াহু বা তার পরিবারের কোনো সদস্য সেই সময় উপস্থিত ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এই হামলার তীব্র নিন্দা করেছেন। রোববার এক্স হ্য়ান্ডলে তিনি লেখেন, ‘সব সীমা অতিক্রান্ত।’ সেই সঙ্গেই তিনি লেখেন, নিজের বাড়িতেই এভাবে বার বার হামলার শিকার হওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। ইরান ও তার ছায়াসঙ্গীরা তাকে হত্যা করার চেষ্টা করছে। এ ঘটনায় তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক্স-এ একটি পোস্টে ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে। দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভীর বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সবশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবর মাসে উত্তর ইসরায়েলের সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct