আপনজন ডেস্ক: গ্যাং সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় দেশ হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স জুড়ে গত চার দিনে ২০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার সংস্থাটি বলেছে, বাসিন্দারা গ্যাং সহিংসতা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, যা দেশটিকে পঙ্গু করে দিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হাইতির প্রধান গ্রেগোয়ার গুডস্টেইন বলেন, পোর্ট-অব-প্রিন্সের বিচ্ছিন্নতা ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলছে।
গুডস্টেইন এক বিবৃতিতে যোগ করেছেন, আমাদের সাহায্য প্রদানের ক্ষমতার সর্বোচ্চ সীমা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অবিলম্বে আন্তর্জাতিক সমর্থন ছাড়া, দুর্ভোগ দ্রুত আরও খারাপ হবে।
আইওএম বলেছে যে সম্প্রতি স্থানান্তরিত হতে বাধ্য হওয়া প্রায় ১৭ হাজার লোক ইতোমধ্যেই অস্থায়ী আবাসনে রয়েছে, যাদের অনেককে একাধিকবার বাস্তুচ্যুত করা হয়েছে।
মাইগ্রেশন এজেন্সি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগস্ট ২০২৩ সাল থেকে এই ধরনের বাস্তুচ্যুতি পরিলক্ষিত হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct