আপনজন ডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার বিজেপি এবং আরএসএসকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছেন এবং তাদের ভারতে “রাজনৈতিকভাবে সবচেয়ে বিপজ্জনক” বলে অভিহিত করেছেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার আগের দিন সাঙ্গলিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে তাঁর ভাষণে ‘বিষধর সাপ হত্যার’ উপমা ব্যবহার করেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে যদি কিছু থেকে থাকে, তাহলে ভারতে সবচেয়ে বিপজ্জনক হল বিজেপি ও আরএসএস। এগুলো বিষের মতো। সাপে কামড়ালে যে ব্যক্তি (যাকে কামড়ায়) মারা যায়, এমন বিষাক্ত সাপকে মেরে ফেলা উচিত।
মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করেন তিনি। কংগ্রেসের বিদ্রোহী তথা সাঙ্গলির নির্দল সাংসদ বিশাল পাটিলের নাম না করেই খাড়গে তাঁর বিরুদ্ধে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ২০ নভেম্বরের বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা শ্যালিকাকে সমর্থন করার অভিযোগ এনেছেন।
বিজেপিকে কটাক্ষ করে খাড়গে বলেন, মহারাষ্ট্র ভোটে প্রচারে আসা নেতাদের সংখ্যা গেরুয়া শিবিরের প্রার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) এবং অন্যান্য নেতারা এখানে এসেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এখানে ছিলেন। উত্তরপ্রদেশের ঝাঁসির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও মহারাষ্ট্রে তার জনসভা থেমে থাকেনি।
রাজ্যস্তরের ভোটে জনসভা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন খাড়গে।
এটা বিধানসভার নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার জন্য নয়, উল্লেখ করে তিনি বলেন, তার (মোদির) ‘কর্তৃত্বের তৃষ্ণা’ অতৃপ্ত।
যুদ্ধবিধ্বস্ত মণিপুরে না গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফরে যাওয়ায় তার সমালোচনা করেন তিনি। তিনি বলেন, গতকাল পর্যন্ত মোদী এখানে ছিলেন। আজ তিনি বিদেশে। মণিপুর জ্বলছে, মানুষ মরছে, আদিবাসী মহিলাদের অসম্মান করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে, কিন্তু মোদি কখনও মণিপুরে যাননি। তিনি বিদেশ সফরে আছেন। আমি ওকে আগে বলতে চাই নিজের বাড়ির খেয়াল রাখতে। আগে দেশকে শক্তিশালী করুন। পরে যে কোনও জায়গায় যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct