আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় কার্তিক পূজা প্যান্ডেলের কাছে একটি অস্থায়ী গেটে ডিজিটাল বোর্ডে প্রদর্শিত একটি আপত্তিকর বার্তাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনাযর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়। দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। অশান্তির সময় পুলিশের একটি গাড়িতেও হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে শনিবার গভীর রাতে বেলডাঙায় কার্তিক পুজো মণ্ডপের গেটের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ইসলাম ধর্মকে অবমাননা করে এক বার্তা ভেসে উঠতে দেখা যায়। ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আল্লাহ সম্পর্কে আপত্তিকর বার্তা প্রদর্শিত হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ততক্ষণে কার্তিক পুজোর মণ্ডপে আল্লাহর নামে আপত্তিকর বার্তা প্রদর্শিত হওয়ার অভিযোগ তুলে জড়ো হয় একদল জনতা। তখনই পুজো কমিটির লোকজনের সঙ্গে বচসায় জড়িযে পড়ে বিক্ষুব্ধ জনতা। সেই বচসা ক্রমে সংঘর্ষের রূপ নেয়। একজন পুলিশ কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে বলেছেন, শীঘ্রই অন্য একটি দল সেখানে জড়ো হয় এবং উভয় পক্ষই একে অপরের দিকে পাথর নিক্ষেপ করে। পরে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি ককটেল বোমা ব্যবহার করে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যে পুলিশের একটি গাড়িতেও হামলা চালানো হয়, যার ফলে তারা জনতার বিরুদ্ধে লাঠিচার্জ শুরু করে। তবে ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট তখনও বন্ধ ছিল এবং পুলিশ ও ব়্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা বিভিন্ন পকেটে টহল দিতে থাকেন। রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাজ্য পুলিশের বিশেষ তৎপরতায় দাঙ্গার হাত থেকে রেহাই পায় বেলডাঙা। তবে, বেলডাঙাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজমান।
এক প্রবীণ পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, বেলডাঙা এবং কাজি সাহা ও বেগুরবানের আশেপাশের এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। এর মাধ্যমে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।
শিয়ালদহ থেকে লালগোলা যাওয়ার পথে ভাগীরথী এক্সপ্রেস বেলডাঙা স্টেশনের কাছে সংঘর্ষের জেরে কয়েক ঘণ্টা দেরিতে চলে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা এমন কোনও ষড়যন্ত্র বরদাস্ত করব না, যা আমাদের ধর্মনিরপেক্ষ মূল্যবোধে আঘাত করে। এই সংকটের মধ্যে বিজেপি ‘বিভাজনমূলক, সাম্প্রদায়িক’ রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বাংলায় সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। যে কোনও মূল্যে বাংলায় রোখা হবে সাম্প্রদায়িকতা। এই ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে জানানো হয়, জেলার কোথাও কোনও প্রাণহানি হয়নি। ছয়জন আহত হয়েছেন এবং তাদের উপযুক্ত চিকিৎসা হচ্ছে। যারা আহত হয়েছেন, তাঁদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। (পুরো পরিস্থিতির উপরে) পুলিশ কড়া নজর রেখেছে। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য এবং পরিসংখ্যান ছড়ানো হচ্ছে, তাতে দয়া করে কান না দেওয়ার আর্জি জানানো হয় পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, যারা আইন ভেঙেছে এবং যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, ‘মুর্শিদাবাদের বেলডাঙায় গত রাতে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে, সেটা নিন্দনীয়। (শনিবার রাতে) বেলডাঙায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। যে পুজো মণ্ডপ ঘিরে এই সংঘর্ষ সেখানকার কার্তিক পুজো কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ জনকে গ্রেফতার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।
বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়া সাম্প্রদায়িক মন্তব্য করে পরিস্থিতিকে উস্কে দেন বলে অভিযোগ। অন্যদিকে, রবিবার বেলডাঙায় কার্তিক পুজোর শোভাযাত্রায় যোগ দিতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাকে অবশ্য পুলিশ সেখানে ঢুকতে দেয়নি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কায়।
অন্যদিকে আহতদের স্বাস্থ্যের খবর দিতে হাসপাতালে আসেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, সঠিক পদক্ষেপ করেছে প্রশাসন। আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করছি। ঐক্য বজায় রাখার জন্য আমি সকলের কাছে আর্জি জানাচ্ছি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, আস্থা রাখুন। শান্ত বাংলাকে অশান্ত করার সব চক্রান্ত রুখে দেবে মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct