নিজস্ব প্রতিবেদক, কোলাঘাট, আপনজন: টাকায় রফা করেনি, কর্মক্ষেত্রে সরকারি ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের।সরকারি টেন্ডার পেয়ে আই সি ডি এসের কাজ করতে গিয়ে বাধা ও মারধোরের অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা- ২ পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায়ের অভিযোগ, সিদ্ধা -২ গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আই সি ডি এস সেন্টারের জন্য ১২ লক্ষ টাকার টেন্ডার পান। সেইমতো গত ১৩ ই নভেম্বর জেসিবি নিয়ে কাজ শুরু করেন ঐ এলাকায়। এরপর সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত প্রধান হামিদুল খাঁন। বাকবিতন্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার। অভিযোগ দুপক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতিও হয় বলে অভিযোগ করেন ঠিকাদার অমিত রায়। অমিত বাবু আরো বলেন, এই ঘটনার পরের দিন কোলাঘাটের বিডিওকে প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধোর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কঠিন শাস্তির দাবী করা হয়।অন্যদিকে সিদ্ধা -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হমিদুল খান জানান, তিনি ঘটনাস্থলে যান। জানতে চান ঠিকাদারকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে না বলেই কাজকর্ম চলছে। এরপরই ঐ ঠিকাদার প্রধানের ওপর চড়াও হয়। হামিদুল সাফ জানান, তিনি ঠিকাদারকে মারধোর করেন নি।সব মিলিয়ে ঠিকাদার ও প্রধানের মধ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়েছে।বর্তমানে ঐ ঠিকাদার আই সি ডি এসের কাজ বন্ধ রেখেছেন বলে জানান। তিনি নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct