নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাংবাদিকতা-সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক “শিক্ষাঙ্গন” প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষ হল। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার বিকেলে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ছেলেগোয়ালিয়া আজাদ ইনস্টিটিউশন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা টি।
এদিন চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তর প্রতিযোগিতা শুরুর আগে কবিতা পাঠের আসর বসে। কবিতা আবৃত্তি করেন আজাদ ইনস্টিটিউশন বিদ্যালয়ের শিক্ষার্থী হেনা খাতুন, ইফতিখার মোল্লা, সাকিব হোসেন ও নেহা পারভীন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন সুরাইয়া পারভীন।
চূড়ান্ত পর্বের প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছেলেগোয়ালিয়া গ্রাম থেকে ইমরান মোল্লা, কচুয়া গ্রাম থেকে বাকিবুল্লা গাইন ও নিমকুড়িয়া গ্রামের সাইনুর ইসলাম। টানটান উত্তেজনায় অবশেষে প্রথম স্থান অধিকার করে বাকিবুল্লা গাইন। দ্বিতীয় হন সাইনুর ইসলাম। তৃতীয় হন প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী চতুর্থ শ্রেণির ইমরান মোল্লা। এদিন সবার হাতে পুরস্কার তুলে দেন আজাদ ইনস্টিটিউশনের পরিচালন সমিতির সম্পাদক পঞ্চায়েত কর্মী ইসমাইল মোল্লা।
উল্লেখ্য, ১১ নভেম্বর ২০২৪ সোমবার প্রথম পর্বের প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জামিরগাছি প্রোগ্রেসিভ একাডেমীতে। সেখানে ১০ জন অংশগ্রহণ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct