আপনজন ডেস্ক: মাদক পাচারের দায়ে সৌদি আরবের তিন সরকারি সংস্থার ৯ কর্মকর্তাকে গ্রেফতারের খবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের গ্রেফতারের মধ্য দিয়ে মাদক পাচার সংশ্লিষ্ট একটি নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে বলে দাবি সৌদি প্রশাসনের। গত বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
খবরে বলা হয়, গ্রেফতারকৃতরা আল-জাওফ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মাদক পাচার করতেন।
তাদের প্রত্যেকেই সৌদি আরবের নাগরিক। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের চারজন এবং সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির একজন কর্মকর্তা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তারা আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে মাদক পাচারের কাজ করতেন। অপরাধ দমনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্ত অনুসারে জানা যায়, তারা মাদক পাচারের জন্য এমন ব্যাগ ব্যবহার করতেন যা সাধারণত বিমানবন্দরে যাচাই করা হয় না। তারা সেসব ব্যাগ বিমানবন্দর থেকে বের করে বিভিন্ন অঞ্চলে পাঠাতেন।
সূত্রটি জানায়, তারা শুধু বিদেশ থেকে মাদক আনার কাজে জড়িত ছিলেন না। বরং সেগুলোকে প্রশাসনের নজর এড়িয়ে দেশের বিভিন্ন গোপন স্থানে রক্ষণাবেক্ষণের কাজও করতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct