আপনজন ডেস্ক: দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজাপাপ্ত ৬১ ব্রাজিলিয়ানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আর্জেন্টিনার আদালত। ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুরোধে আর্জেন্টিনার বিচারক ড্যানিয়েল রাফেকাস এই আদেশ জারি করেছেন।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত এসব ব্রাজিলিয়ানরা গত বছর ব্রাসেলিয়ায় অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত। তাদের নামে ব্রাজিলে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আর্জেন্টিনায় পালিয়ে থাকা এসব ব্রাজিলিয়ানকে গ্রেফতারের পর প্রত্যাবাসনের অনুরোধ করা হয়েছে। কারণ ব্রাজিলের আদালত এরইমধ্যে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারিতে সাবেক ডানপন্থী নেতা জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িত শত শত লোককে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। নির্বাচনে জালিয়াতির দাবি করে তারা নবনির্বাচিত বামপন্থি নেকা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিল।
গত জুনে ব্রাজিল জানিয়েছিল, হামলার সঙ্গে জড়িত অন্তত ১৪০ জন পলাতককে চিহ্নিত করতে আর্জেন্টিনার সহায়তা চাওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct