আপনজন ডেস্ক: দিল্লির একটি সরকারি স্কুলে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থী তাদের শিক্ষকদের হাতে মারধর, নির্যাতন, বৈষম্য ও অপমানের অভিযোগ করেছে। শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত ধর্মীয় গালিগালাজ করা এবং শিক্ষার্থীদের মুসলিম পরিচয়ের কারণে তাদের সাথে খারাপ আচরণ করারও অভিযোগ আনা হয়। উত্তর-পূর্ব দিল্লির নন্দ নাগরি এলাকার সর্বোদয় বাল বিদ্যালয়ে এই ঘৃণ্য ঘটনাগুলি ঘটেছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক আগরওয়ালকে ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি চিঠিতে এই ঘটনাগুলি প্রকাশ্যে আনা হয়েছে যিনি সম্প্রতি ওই প্রতিষ্ঠানে যান। অসহায় পড়ুয়ারা লেফটেন্যান্ট-গভর্নর এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ‘কাটোয়া’ এবং মোল্লার মতো বিশেষণ এবং জোর করে ‘জয় শ্রীরাম’ উচ্চারণ করার তাদের দুঃসহ অভিজ্ঞতার বিবরণ দিয়েছে।
লেফটেন্যান্ট গভর্নর এবং মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষা দফতরের অধিকর্তা, দিল্লি শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদেরও চিঠি পাঠানো হয়েছে। অভিযুক্ত আদর্শ শর্মা ও বিকাশ কুমার এবং তাদের এক সহকর্মী হিন্দি শিক্ষক বলে জানিয়েছে ওই ছাত্ররা। ভুক্তভোগী ছাত্ররা বলেন, মুসলিম ও দলিত পড়ুয়াদের টার্গেট করে পিছনের বেঞ্চে বসিয়ে দেওয়া হয় ও উচ্চবর্ণের পড়ুয়াদের সামনের বেঞ্চে আসন দেওয়া হয়। মুসলিম ছাত্রদের দেশ ছাড়তে বলা হয়। দলিতদের বলা হয় তাদের শিক্ষার অধিকার নেই এবং তারা কেবল পণ্ডিতদের সেবা করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য জন্মগ্রহণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct