আপনজন ডেস্ক: সম্ভবত প্রায় কুড়ি বছর পর স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের। আজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে পাঁচ ঘন্টার জন্য সম্পূর্ণরূপে গাড়ি চলাচল বন্ধ থাকবে হাওড়া ব্রিজে। যাত্রী নিরাপত্তার স্বার্থেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই পাঁচ ঘন্টা হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী সব ধরনের যানবাহন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে হাওড়ার দিকে কয়েক হাজার গাড়ি চলাচল করে। এর পাশাপাশি হাওড়া স্টেশনে আগত কয়েক লক্ষ যাত্রী এই ব্রিজ পারাপার করেন। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত ব্রিজ। এই ব্রিজ হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ স্থাপনের অন্যতম প্রধান সেতু। সেই কারণেই রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন বলে মনে করেছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, আজ শনিবার রাতে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কলকাতা। এই কারণে রবীন্দ্র সেতুর উপর দিয়ে আজ রাত সাড়ে ১১টা থেকে আগামীকাল রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত ৫ ঘন্টার জন্য যে কোনও ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ওই সময় হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন কলকাতার দিকে যাওয়ার জন্য বিদ্যাসাগর সেতুর দিকে ( দ্বিতীয় হুগলী সেতু ) ঋষি বঙ্কিম সেতু - বার্ন স্ট্যান্ডার্ড মোড় - ফোরশোর রোড - কাজিপাড়া হয়ে ঘুরপথে চলবে। দক্ষিণ হাওড়া এবং পশ্চিম হাওড়া দিক থেকে আসা সমস্ত যানবাহন উত্তর কলকাতাগামী যান নিবেদিতা সেতু বা বালি ব্রিজ, এইচআইটি ব্রিজ - গোলাবাড়ি পিএস ক্রসিং - জিটি রোড বা ডবসন রোড - জিটি রোড বা সিএম ব্রিজ জিটি হয়ে চলাচল করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct