নিজস্ব প্রতিনিধি,আপনজন: শনিবার তৃতীয়বারের জন্য বরানগর থানায় তলব করা হয় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। টানা এক ঘন্টা ধরে তাকে জেরা করেন তদন্তকারী অফিসার। বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। এর আগেও দু-দুবার তাকে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে হয়েছিল। শনিবারও নির্দিষ্ট সময় থানায় পৌঁছন সিপিএম নেতা। টানা দীর্ঘক্ষন জেলার মুখোমুখি হয়ে থানার বাইরে বেরিয়ে তন্ময় ভট্টাচার্য জানান, আবার তাকে চতুর্থ বারের জন্য ২৬ শে নভেম্বর বরানগর থানায় ডাকা হয়েছে। সেদিনও তিনি হাজির হবেন বলে শনিবার জানিয়েছেন। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একজন মহিলা সাংবাদিক অভিযোগ আনেন ফেসবুক লাইভে যে গত ২৭ শে অক্টোবর তার সাক্ষাৎকার নিতে গেলে তন্ময় বাবু ওই মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েন। অভিযোগের পর ওই দিনই বিকেলে সিপিএমের তরফে রাজ্য সম্পাদক মোঃ সেলিম তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার কথা জানিয়ে দেন। তার বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ কমিটি গড়া হয় তদন্তের জন্য। যতদিন সেই তদন্ত চলবে ততদিন তিনি দলে সাসপেন্ড থাকবেন বলে জানিয়ে দেন মোহাম্মদ সেলিম। তদন্ত শেষ হওয়ার পর রিপোর্ট জমা পরার পর দল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তন্ময় ভট্টাচার্যকে ডেকে সিপিএমের আভ্যন্তরীণ কমিটি একবার জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু পুলিশই জিজ্ঞাসা বাদ ধারাবাহিকভাবেই চলছে। যদিও তন্ময় বাবু দাবি করেছেন তিনি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে যে কোন তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি পুলিশকে পূর্ণ সহযোগিতা করছেন। দলের আভ্যন্তরীণ তদন্ত কমিটি তার কাছ থেকে যা যা জানতে চেয়েছে তিনি তাদের মুখোমুখি হয়ে তা জানিয়েছেন। আগামী দিন দলের অভ্যন্তরীণ কমিটি আবার তাকে জিজ্ঞাসাবাদ জন্য ডাকলে তিনি নির্দ্বিধায় তাদের মুখোমুখি হবেন। তার দাবি ভবিষ্যতে এই অভিযোগ ‘অসত্য’ বলে বিবেচিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct