কাজী আমীরুল ইসলাম, বীরভূম, আপনজন: বহু প্রতিক্ষার পর আজ বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয় কোর কমিটির বৈঠকে কাজল কেষ্ট মুখোমুখি । বীরভূম তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ৬জনের সদস্য ছিলেন তার মধ্যে কোর কমিটির আহবায়ক ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ডেপুটি স্পিকার আসিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহ,সুদীপ্ত ঘোষ এবং বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ । এবার যুক্ত হলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় কোর কমিটির বৈঠক শেষে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ জানান আগামী দিনে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে। কোর কমিটির আহবায়ক বিকাশ রায়চৌধুরী । তিনি আরও জানান প্রত্যেক মাসে কোর কমিটি একটি করে মিটিং হবে। ১৫ই ডিসেম্বর রামপুরহাটে কোর কমিটির বৈঠক হবে বলে জানা যায়। রামপুরহাটের পর কোর কমিটির বৈঠক হবে সিউড়িতে। প্রত্যেক দুমাস পর জেলা কমিটি মিটিং হবে কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী তার তত্ত্বাবধানে মিটিং হবে। কাজল শেখ আরো জানান আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল তিনিও প্রত্যেক কোর কমিটি মিটিং এ উপস্থিত থাকবেন। রাজ্য নেতৃত্ব নির্দেশ মত অনুব্রত মণ্ডল কোর কমিটি মিটিং এ হাজির থাকবেন। কিন্তু কোর কমিটির পরিচালনা করবেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী।২০২৪ নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ টি বিধানসভা বিভিন্নভাবে ভাগ করে দিয়েছিলেন এবং তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মতো চলবে কারণ বীরভূম জেলার ১১ টি বিধানসভা কে কিভাবে চালাবে। এখনো যার যা দায়িত্ব আছে সেই বিধানসভা নিজে নিজে দায়িত্ব পালন করবে। তিনি আরো জানান যদি কোন কারণবশত কারো কোন বিধানসভায় যেতে হয় তাহলে কোর কমিটি আলোচনার মাধ্যমে সেটা সিদ্ধান্ত হবে। বীরভূমে উন্নয়নের স্বার্থে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিবেন সেই নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের কাজ। সবশেষে বীরভূম জেলার সভাধিপতি জানান কোর কমিটি ৬ জন সদস্য ছিলেন অনুব্রত মণ্ডল কে নিয়ে সাতজন সদস্য হল কিন্তু আবাহয়ক হিসাবে বিকাশ রায় চৌধুরী বহাল থাকলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct