নিজস্ব প্রতিবেদক , বনগাঁ, আপনজন: সারা বছর ধরেই বিশেষ বিশেষ দিবসের পাশাপাশি বিশিষ্টজনদের জন্মদিন পালন করে থাকে বনগাঁ পৌরসভা ৷ শুক্রবার বিরসা মুন্ডার ১৫০তম জন্মদিন পালিত হলো বনগাঁ পৌরসভার উদ্যোগে ৷ এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুঠিবাড়ি আদিবাসী পাড়া এলাকায় বাগদা রোডস্থিত বিরসা মুণ্ডার পূর্ণাবয়ব মূর্তির সম্মুখে ওই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা, বনগাঁ থানার আইসি শিবু ঘোষ সহ বনগাঁ পৌরসভার কাউন্সিলররা ৷
উল্লেখ্য বিরসা মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক ।
তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন । বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন । বনগাঁ পৌরসভার উদ্যোগে আয়োজিত বিরসা মুন্ডার জন্মদিন পালন কর্মসূচি শুরুতেই বিরসা মুণ্ডার পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা ৷ আদিবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ পৌরসভার তরফে চেয়ারম্যান গোপাল শেঠ এ দিন কনজারভেন্সি বিভাগ, স্বাস্থ্য বিভাগের কর্মীদের পুরস্কৃত করেন ৷ তাঁদের হাতে তুলে দেন উপহার সামগ্রী ৷
স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘আদিবাসী, মতুয়া, হরিজনরা আমার ভাই ৷ হিন্দু, মুসলিম, খৃষ্টানরা আমার ভাই ও বোন ৷’ দলিত আদিবাসীদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্প রয়েছে তা উল্লেখ করে গোপাল শেঠ বলেন ‘আদিবাসীদের প্রকৃত মর্যাদা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷’ বিরসা মুন্ডার প্রকৃতি প্রেমের কথা স্মরণ করিয়ে বর্তমান প্রজন্মকে প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানান গোপাল শেঠ ৷
দলিত আদিবাসীদের নিয়ে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে গোপালবাবু বলেন, যারা সরকারি জমির উপর বসবাস করছেন তাদেরকে যাতে পাট্টা দেওয়া যায় বিষয়টি সরকারকে জানাবো, এবং বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করবো ’ অন্ন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্ত বিষয়েই আদিবাসীদের কল্যাণ পাশে থাকার বার্তা দেন চেয়ারম্যান গোপাল শেঠ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct