নকিবউদ্দিন গাজী , ডা. হারবার, আপনজন: আবাস যোজনার বাড়ি ফিরিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পেলেন ডায়মন্ড হারবারের মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। সাংসদের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত আনিসুর। প্রসঙ্গত, ২০২৪ এর আবাস যোজনার তালিকায় নাম আসে ডায়মন্ডহারবারের মড়িগাছির যুবক আনিসুর রহমানের। ২০১৮ সালে সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেন তিনি। তবে ২০২৪ সালের মধ্যে পাকা বাড়ি হয়ে যায় আনিসুরের। তাই আবাস যোজনার তালিকায় নাম আসলে সেই বাড়ি ফেরত দেওয়ার জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন।এই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হলেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তার প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠান। ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ প্রতিনিধিদল আনিসুর রহমানের বাড়িতে পৌঁছে সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার আনিসুর রহমানের হাতে তুলে দেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভ্যর্থনা ও শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মড়িগাছির গৃহশিক্ষক আনিসুর রহমান। এদিন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার বলেন আনিসুর একজন সৎ যুবক তার এই সততায় খুশি ডায়মন হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আনিসের সঙ্গে দেখা করে তাকে সম্মান জ্ঞাপন করলাম। আনিসুর এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সম্মান তিনি আপ্লুত তিনি বলেন সাংসদ সততার সঙ্গে যেভাবে মানুষের উন্নয়নের কাজ করছে সেখানে যদি আমরা তার লোকসভা কেন্দ্রের মানুষ হয়ে কোন গরীব মানুষের সঙ্গে প্রতারণা করি সেটা সঠিক হবে না সেই কারণে আমার থেকে নিঃস্ব গরিব অনেক মানুষ আছে তারা যাতে এই আবাসের ঘর পায় সেই কারণে আমি আমার ঘর না নেওয়ার সিদ্ধান্ত নেই এতে আমার পরিবারের সম্মত দেন। শনিবার দিন আনিসুরের বাড়ি তে গ্রামের মানুষ জান তাকে সম্মান ও বাহবা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct