সেখ রিয়াজউদ্দিন , বীরভূম,আপনজন: স্বামী তার স্ত্রীকে টাকা পাঠান পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কি বিচিত্র পাঁচ বছর আগে টাকা পাঠিয়েও এখনো পর্যন্ত টাকা পৌঁছাল না। সত্যি ভাবতে অবাক লাগে।তাও আবার সরকারি দপ্তরের এমন কাণ্ড কারখানায় ক্ষুব্ধ বীরভূম জেলার রাজনগর ব্লকের আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন ওরফে ‘বাবু’। জানা যায় যে, তিনি আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ৫ই জুলাই রাজনগর সাব-পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে দুই হাজার টাকা পুরুলিয়ায় তার শশুর বাড়িতে স্ত্রীর নামে পাঠিয়েছেন।আফরোজ হোসেন জানান তার স্ত্রী যখন তার শ্বশুরবাড়ি পুরুলিয়ায় যান, তখন তিনি মাঝেমধ্যেই টাকা পাঠান এবং প্রতিবারই দুই-একদিনের মধ্যেই তার স্ত্রী সেই টাকা হাতে পেয়ে যান। কিন্তু সেবার টাকা পাঠানোর বেশ কয়েকদিন পরেও তার স্ত্রী তাকে ফোন করে জানান যে তিনি টাকা পাননি। এরপর আফরোজ হোসেন রাজনগর সাবপোস্ট অফিসে গিয়ে বিষয়টি জানান। পাশাপাশি জেলা সদর সিউড়ি পোস্ট অফিসের সুপারকে বিষয়টি জানালে, তিনি আবার পুরুলিয়া জেলা পোস্ট অফিসের সুপারকে বিষয়টি জানান। কিন্তু এতেও কোন সুরাহা মেলেনি।রাজনগর সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার সাইদুল হক জানান আফরোজ হোসেন এখানে এসে আমাদের মাধ্যমে টাকা পাঠিয়েছেন ঠিক। কিন্তু টেকনিক্যাল কোন কারণে হয়তো সেটা পৌঁছায়নি। টাকা না পৌঁছালেও টাকা ফেরত আসবে এমনটাই জানালেন রাজনগর পোস্টমাস্টার। কিন্তু প্রশ্ন উঠেছে যে,পাঁচ বছর ধরে আফরোজ হোসেনের টাকা কি কারণে মাঝ রাস্তায় আটকে আছে? পাঁচ বছরের মধ্যেও সে টাকা আফরোজ হোসেনের কাছে কেন ফেরত এলোনা ?সাধারণ মানুষের কষ্টের টাকা সরকারী দপ্তরের দায়িত্বহীনতার কারনে এভাবে গায়েব হয়ে যাবে ? পাঁচ বছর ধরে নেই কোনো সুরাহা ? এরূপ নানান প্রশ্ন দেখা দিয়েছে জনমানসে।দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতায় সাধারণ মানুষ কেন হয়রানির শিকার হবেন? স্থানীয় জনগণের এখন এটাই বক্তব্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct