সুভাষ চন্দ্র দাশ , ক্যানিং, আপনজন: সপ্তাহের প্রতি শুক্রবার বন্ধ থাকবে সুন্দরবন। বৃহস্পতিবার বনদপ্তরের নির্দেশ নামায় এমনটি জানানো হয়েছে। এতদিন মঙ্গলবার বন্ধ থাকতো সুন্দরবন। সাপ্তাহিক ছুটি হিসেবেই মঙ্গলবার সমস্ত সুন্দরবনকে বন্ধ রাখা হতো। এই দিন কোন পর্যটকদেরকে জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়া হতো না।পর্যটক থেকে শুরু করে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না মঙ্গলবার করে। এবার সেটি শুক্রবার করা হলো। সারা বছরে প্রতি শুক্রবারই বন্ধ থাকবে সুন্দরবন। গতবছর থেকে এই নির্দেশনা জারি করা হয়েছিল ব্যাঘ্র প্রকল্পে তরফ থেকে। এবার তা পরিবর্তন করা হলো
সমগ্র দেশের সমস্ত জঙ্গল সপ্তাহে একদিন করে ছুটি থাকে। সেই হিসেবেই গত বছর থেকে মঙ্গলবার কে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই নির্দেশের বদল ঘটলো। সমস্ত ট্যুর অপারেটরদের কে সরকারি এই নির্দেশের কথা জানানো হয়েছে। পয়লা ২০২৪ ডিসেম্বর থেকে তা কার্যকারী করা হবে। মূলত জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যটনের সঙ্গে যুক্ত গাইড এবং অন্যান্য কর্মীদেরকে সপ্তাহে একদিন ছুটি দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বনদপ্তরের তরফ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct