চন্দনা বন্দ্যোপাধ্যায় , বারুইপুর, আপনজন: বাঙালি মানেই উৎসব প্রিয়, মেলা প্রিয়। আর শীত পড়তেই শুরু হয়ে গেল প্রতিবছরের মতো এবছরও মিলন মেলা বারুইপুরে।বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে ১৫ তম বর্ষের মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর বিডিও সৌরভ মাজি,বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী,ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, জেলা পরিষদের মৎস্য ও প্রাণি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, মেলা কমিটির আহ্বাহক মোহন সরকার, সঞ্জীব সরকার, চিরঞ্জীব সরকার সহ আরো অনেকে।এই মেলাতে ক্ষুদ্র হস্ত শিল্প, বস্ত্র শিল্প,চর্ম শিল্প, কুটির শিল্প ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। এছাড়া ছোট বড় সকলের আনন্দ উপভোগের জন্য রয়েছে ডিজনিল্যান্ড সহ আরও কিছু।এই মেলার মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দিশা খুলে দিয়েছে বলে এদিন জানালেন অধ্যক্ষ।এবারে এই মেলাতে ৬০ টি স্টল অংশ নিয়েছে। এই মেলা চলবে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct