আপনজন ডেস্ক: বুলডোজারের রাজনীতি নিষিদ্ধ করার স্বস্তিদায়ক রায় ঘোষণার পর, মাননীয় সুপ্রিম কোর্ট সম্পত্তি ধ্বংসের বিষয়ে নির্দেশনা জারির সাথে সাথেই বুলডোজার দ্বারা ধ্বংসের শিকারদের ক্ষতিপূরণের দাবি করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি এম কে ফায়জী। তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, সঙ্ঘ পরিবারের হাতে ক্ষমতার রাজদণ্ড আসার পর থেকে আইনের শাসন ভেঙে পড়েছে, এবং তারা যেখানে ক্ষমতায় আছে সেখানে তাদের অপ্রি়য় ব্যক্তিদের সম্পত্তি বুলডোজার দিয়ে ধ্বংস করা একটি নতুন নিয়ম হয়ে উঠেছে। আশা করা যায় যে শাসকরা অসহায় নাগরিকদের বিরুদ্ধে এই শক্তি প্রদর্শনের অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলবেন। এসডিপিঅঅই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যে, যে সরকার ইতিমধ্যেই বেআইনিভাবে বুলডোজার দিয়ে সম্পত্তি ধ্বংস করেছে এমন সরকারকে নির্দেশ জারি করতে যে ক্ষতিগ্রস্থদের পর্যাপ্তভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct