নিজস্ব প্রতিবেদক , রাজারহাট, আপনজন: প্রাকৃতিক দুর্যোগে ঘর ভেঙে গিয়ে অসহায় মহিলা। আবাস যোজনার ঘর চেয়ে দশ বছর ধরে স্থানীয় সদস্যের কাছে ঘুরছেন তাও কোন সুরাহা মেলেনি। রাজারহাট বিষ্ণুপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুল পাড়ায় ৫৫ বছরের এক মহিলা তার আশ্রয় এখন বাবার বাড়িতেই। ৩০ বছরের পুরনো মাটির ঘরেই বসবাস করত। গত ৬ মাস আগে ঝড়ে তার ঘর ভেঙে চাপা পড়ে ওই মহিলা। এরপরই তার ভাই তার নিজের ঘরে আশ্রয় দেয়। ওই মহিলার অভিযোগ, দশ বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে আমি আবাস যোজনার ঘরের দাবি করি কিন্তু আস্থা ছাড়া কিছুই মেলেনি। অথচ বড় বড় ছাদ দেওয়া ঘর যাদের আছে তাদেরকেই ঘর পাইয়ে দিচ্ছে।রাজারহাট বিডিও জানান বিষয়টি আমরা খতিয়ে দেখছি। স্থানীয় জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন জানান, আমিও শুনেছি ব্যাপারটা ওই মহিলা ঘর পাওয়ার যোগ্য তার ঘরটা একেবারেই ভেঙে পড়ে গিয়েছে। আমি পরিদর্শনে যাব এবং বিডিও সাহেব ও জেলা সভাধিপতির সঙ্গে কথা বলব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct