আপনজন ডেস্ক: ডানপন্থী হিন্দু সংগঠনগুলির প্রতিবাদের পরে উত্তরাখণ্ডের দেরাদুনের একটি বিখ্যাত আবাসিক স্কুলের চত্বরের থাকা একটি ‘মাজার’ ভেঙে ফেলা হয়েছিল। দুন স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তাঁর ছেলে রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া করণ সিং, নবীন পট্টনায়েক ছাড়াও অমিতাভ ঘোষ এবং বিক্রম শেঠের মতো বিখ্যাত লেখক রয়েছেন।
এটি দেরাদুনের ছেলেদের জন্য সবচেয়ে বিখ্যাত ব্রিটিশ যুগের বেসরকারী বোর্ডিং স্কুল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে চার-পাঁচজনের একটি দল কুড়াল এবং হাতুড়ি ব্যবহার করে মাজারটি ভেঙে ফেলছে।
শুক্রবার দেরাদুনের জেলাশাসক সাভিন বনসল জানান, ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে।
তিনি বলেন, ‘আমরা এটি ভেঙে ফেলার কোনো আদেশ দেইনি। তবে, আমরা মাজার সম্পর্কিত তথ্য যাচাই করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে এসডিএম সহ একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি।
তিনি বলেন, তিনি তার দলের কাছ থেকে এই ঘটনার একটি প্রতিবেদন চেয়েছিলেন। হিন্দু সংগঠনের নেতা স্বামী দর্শন ভারতী জানিয়েছেন, তিনি সম্প্রতি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে স্কুলের সীমানার মধ্যে মাজারটি ভেঙে ফেলার অনুরোধ করেছেন। তিনি বলেন, যেই এটা করুক না কেন, আমি এই ধ্বংসযজ্ঞকে স্বাগত জানাই। স্কুলের ভিতরে মাজার থাকবে কেন? তাও আবার দুন স্কুলের মতো নামী স্কুলের দেয়ালের ভিতরে।
উত্তরাখণ্ড রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতা ভারতী বলেন, রাজ্যে ভূমি জিহাদের ব্যাপ্তি এর মধ্য দিয়েই বোঝা যায়।
সূত্রের খবর, মাজারটি পুরনো এবং সম্প্রতি স্কুল কর্তৃপক্ষ সম্প্রতি সেগুলি সংস্কার করেছে। ২০২২ সালে সরকারি জমিতে বেআইনি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান শুরু করেন মুখ্যমন্ত্রী। অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত ৫ হাজার একর সরকারি জমি দখল উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের দাবি, স্কুলের যে অংশে মাজার দাঁড়িয়েছিল, সেই অংশই এক সময় তাদের সম্পত্তি ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াকফ বোর্ডের এক আধিকারিক বলেন, আমাদের রেকর্ড অনুযায়ী, ওই এলাকায় ৫৭ একর জমি আমাদেরই ছিল, তবে তার বর্তমান অবস্থা জানা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct