এহসানুল হক, বাদুড়িয়া, আপনজন: পিয়াড়া তেঘরিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ ,শিশুপাচার প্রতিরোধ এবং মোবাইলের অপব্যবহার নিয়ে আন্তর্জাতিক শিশু দিবসে বিশেষ সেমিনার । স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে প্রত্যেকের হাতে ফুল চকলেট বিস্কুটের প্যাকেট তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়াড়া তেঘরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অমৃত মন্ডল, সমাজসেবি সংগঠন এনএসএস এর কর্ণধার শেখ ইরান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা।প্রথমে এই সেমিনারে ছাত্র-ছাত্রী ও শিশুদের সামনে শিশু দিবসের তাৎপর্য ব্যখ্যা করা হয়। অন্যদিকে বসিরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের ইটিন্ডা চাইল্ড ক্লাব ও সীমান্ত রক্ষী বাহিনীদের যৌথ উদ্যোগে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইটিন্ডা এলাকায়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক কমান্ডো, ছিলেন ইটিন্ডা পানিতর পঞ্চায়েত প্রধান মেহেরুন নেসা বিবি, বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্যকর্মা দক্ষ সারিফুল ইসলাম মন্ডল, পঞ্চায়েতের সচিব ছোট্টু দাস সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের নিয়ে বিশেষ পদযাত্রা আয়োজন করা হয়। এই পদযাত্রায় শামিল হন এলাকা থেকে বহু শিশুরা। এদিন পঞ্চায়েত প্রধান মেহেরুন নেসা বিবি বলেন, নারীশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, তাই নারীদেরকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে, শিশুদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে বলব আপনার সন্তানকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য ভালো শিক্ষা দিতে হবে, ১৮ বছর না হলে তাদের বিবাহ দেওয়া যাবে না, শিশু পাচার রুখতে আমাদের নিজেদের মধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন শিশুর ভবিষ্যৎ ভালো করতে পারে একজন তার ভালো মা, তাই মাকে শিশুর প্রতি নজর দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct