সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: প্রতিটি বাড়িতে প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধারা রয়েছেন।বর্তমানে অনেকেই সুখে স্বাচ্ছ্যন্দে দিন কাটাচ্ছেন। অনেকেই আবার মৃত্যুর অপেক্ষায় দুঃখে প্রহর গুণছেন। কেউ কেউ নিঃসঙ্গ হয়ে একাকীত্ব ভাবে কোন রকমে প্রাণে বেঁচে রয়েছেন।এমন সব প্রবীণদের বেঁচে থাকার রসদ জোগাতে অনুষ্ঠিত হল এক মিলন মেলার।সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে বৃহষ্পতিবার সকালে অনুষ্ঠিত মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক।উপস্থিত ছিলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইন্সটিটিউট অফ জেরোন্টোলজির কর্ণধার ডঃ ইন্দ্রানী চক্রবর্তী, কেয়ার আনলিমিটেড এর কর্ণধার সূর্যাশিস গুপ্ত,চম্পা মহিলা সোসাইটির সম্পাদিকা সন্ধ্যারানি বর সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন মিলন মেলায় সুন্দরবনের বিভিন্ন এলাকার শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা উপস্থিত ছিলেন।বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে এদিন মিলন মেলায় উপস্থিত বৃদ্ধ-বৃদ্ধাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়।তাঁদের সুগার,প্রেশার,রক্ত,হাঁটু কোমর ও ঘাড়ের ব্যথা সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়।এমনকি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও তাঁরা যাতে সমাজের বুকে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন তারজন্য মিলন মেলায় যোগ ব্যায়ামেরও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধাদের দাবী, ‘আমরা সকলেই বয়সের ভারে ভারাক্রান্ত।বিভিন্ন রোগে আক্রান্ত।উঠতে গেলে বাবা,বসতে গেলে মা বলতে হয়।এমনটাই অবস্থা।এমন পরিস্থিতিতে যোগ ব্যায়াম করে শারীরিক ভাবে অনেকটাই তরতাজা হওয়া গেছে। প্রতিনিয়ত যোগ ব্যায়াম করলে আরো কিছুদিন বেঁচে থাকা সম্ভব।অমল বাবুর জন্য আমরা বেঁচে থাকার রসদ ফিরে পেয়েছি।ওনাকে ধন্যবাদ।’
ঘটনা প্রসঙ্গে সমাজসেবী অমল নায়েক জানিয়েছেন, ‘একটা সময় প্রয়োজন ছিল। বয়সের ভারে ভারাক্রান্ত হওয়ায় প্রয়োজন ফুরিয়েছে।যারফলে প্রবীণদের দিকে কোন নজর থাকে না।তাঁরা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত এবং একাকীত্ব ভাবে দিন কাটাচ্ছেন। সেই ভাবে তাঁদের কে পরিচর্যা করা হয় না।এমন সব প্রবীণ বৃদ্ধ-বৃদ্ধারা বড়ই অসহায়। তাঁরা সুস্থ ভাবে বেঁচে থাকতে চায়। কিন্তু নিরুপায়,তাঁদের প্রয়োজন ফুরিয়েছে।ফলে তাঁরা যাতে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন তারজন্য এমন মিলন মেলার আয়োজন করা হয়েছে।পাশাপাশি তাঁরা যাতে শারীরিক ভাবে সুস্থ থাকেন তারজন্য যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct