নিজস্ব প্রতিবেদক, লোহাপুর, আপনজন: বিশ্ব শিশু দিবসে ভবিষ্যতের নাগরিকরা পথে নামলেন। তারা নিজস্ব ভাষায়, নিজস্ব চিন্তায় তারা তাদের দাবি পেশ করলেন। তাদের স্লোগান ছিল আমরা আগামীর ভবিষ্যৎ। শিশু শ্রম বন্ধ করতে হবে। নিজের দেশে আমরা নিরাপদে বাঁচতে চাই। যারা বিপথগামী শিশু তাদের শিক্ষিত করার প্রতিশ্রুতি দিন। আমরা আগামী প্রজন্ম আমাদের জন্য জল বাঁচান। আপনার শিশু আপনার সম্পদ, তাকে সযত্নে মানুষ করুন। কারণ শিশুদের নিয়ে যে ছেলে খেলা, যে ছিনিমিনি চলছে। সেগুলি বন্ধের দাবি নিয়ে তারা সুনাগরিক এবং সমাজে একটা প্রতিবাদী মুখ হওয়ার দাবি জানিয়েছে। ১৪ ই নভেম্বর বৃহস্পতিবারের দিন সকালে এই দিনটিকে এমিল পাবলিক স্কুলের পক্ষ থেকে শিশু দিবস হিসেবে সাড়ম্বরে পালন করা হলো। একই সঙ্গে বান্দখালা মোড়ে এমিল পাবলিক স্কুলের কচিকাচারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বান্দখালা মোড়ে শোভাযাত্রার মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে তাদের মিছিলকে। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা। তারা এই শিশু দিবসের দিনটিকে সামনে রেখে তাদের ভবিষ্যৎ গড়ার যে ভাবনা, সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। সেই সঙ্গে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন শিশুদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সজীব করতে বদ্ধপরিকর। এভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে চায়। যার জেরে ২০২৪ সালের শিশু দিবস শিশুদের কাছে একটা অসামান্য দিন স্মরণীয় ঘটনা হয়ে ভবিষ্যৎ জীবনের মণিকোঠায় তুলে রাখবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct