নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: উত্তর ২৪ পরগনার সন্দেশখালির রামপুরে বৃহস্পতিবার বাঙালি অনগ্রসর শ্রেণি ন্যায় মঞ্চ ওবিসি বাতিল এবং ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন বক্তারা বিষয়টিতে তাদের মতামত তুলে ধরেন। বক্তাদের মধ্যে ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ বিভাগের প্রাক্তন সহকারী পরিচালক কাজী মোহাম্মদ শেরিফ, বেস-এর সম্পাদক ড. আবু সালেহ, সহকারী অধ্যাপক সাইন শেখ, সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, সিরাত ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক আবু সিদ্দিক খান প্রমুখ। এছাড়াও ছিলেন মতিউল ইসলাম, নাজিমউদ্দিন মোল্লা সহ প্রায় পাঁচশত স্থানীয় মানুষ।
আলোচনায় বিভিন্ন বক্তা বলেন, মুসলিম সম্প্রদায় ভুক্ত গোষ্ঠী গুলিকে অনগ্ৰসর শ্রেণীর তালিকাভুক্ত করার পদ্ধতিতে রাজ্য অনগ্ৰসর শ্রেণী কমিশন অথবা রাজ্য সরকারের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোন ত্রুটি ছিল না। মুসলিম অনগ্ৰসর শ্রেণী কে সংরক্ষণের সুফল থেকে বঞ্চিত করার কারণ ন্যায় বিচারের পরিবর্তে মহামান্য আদালতের মুসলিম তথা সমগ্ৰ অনগ্ৰসর শ্রেণীর প্রতি চুড়ান্ত অবিচার এবং আইন বিরোধী রায়, সাংবিধানিক নীতির বিরোধিতা করে। আদালতের রায়টি পক্ষপাত এবং নীতি হীনতার একটি জ্বলন্ত নিদর্শন।
বিভিন্ন বক্তা একই ভাবে ওয়াকফ আইনে পরিবর্তনের মাধ্যমে মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তি গ্ৰাস করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘোষনা করেন সমগ্ৰ মুসলিম সমাজ একাত্ম হয়ে ঐসব ষড়যন্ত্রের বিরোধিতা করবে। সভায় বক্তারা মুসলিম সমেত সমগ্ৰ অনগ্ৰসর শ্রেণীকে অন্যায়ের বিরুদ্ধে এবং ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনাতে ঐক্যমত গঠিত হয় যে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্ৰামে সুন্দরবনের মানুষ অগ্ৰণি ভূমিকা পালন করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct