নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতার-এর আহ্বানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নহেরুর জন্মদিন উপলক্ষে বৃহ্পতিবার কলকাতার কেলা বাগানে একটি বিশাল জনসভার মাধ্যমে ওয়াকফ বাঁচাও আন্দোলনের সূচনা করা হয়। জনসভার মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে এই গুরুত্বপূর্ণ আন্দোলনের ঘোষণা করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতা অমিতাভ চক্রবর্তী, খিদিরপুর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ড. শামসুল আলম, সিনিয়র নেতা আজমল খান, প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক ও কলকাতা হাইকোর্ট এর বিশিষ্ট আইনজীবী আশফাক আহমেদ, জিতেন্দ্র পাল সিং জি, সাধারণ সম্পাদক ড. আমজাদ আলি আনসারি, যুব কংগ্রেস নেতা মহ: সরফারাজ, বড়বাজারের চেয়ারম্যান খালিদ রেজা, মহ: হুসাইন, এবং সোসাল মিডিয়া ইনচার্জ নেয়ামত আলি।
প্রদেশ কংগ্রেস সংখ্যালঘূ বিভাগের চেয়ারম্যান জনাব শামিম আখতার বলেন, “ওয়াকফ সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের একটি অমূল্য সম্পদ, যা আজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ওয়াকফ আইন রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সমস্ত স্তরে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত। ওয়াকফ সম্পত্তি দখল ও অনিয়ম রোধে এই আন্দোলন চালিয়ে যেতে হবে।”
অমিতাভ চক্রবর্তী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ওয়াকফ সম্পত্তি রক্ষা করা আমাদের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব। এই আন্দোলন শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, বরং ভারতীয় সংহতি ও ধর্মনিরপেক্ষতার প্রতি আমাদের প্রতিশ্রুতির অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে চেয়ারম্যান শামিম আক্তারের নেতৃত্বে ওয়াকফ সম্পত্তির অধিকার পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সাংগঠনিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাক আহমেদ বলেন, “ওয়াকফ বাঁচাও আন্দোলন শুধু মুসলিম সম্প্রদায়ের অধিকার নয়, এটি একটি ন্যায়বিচারের লড়াই। আমরা আইনগতভাবে ও সামাজিকভাবে এই ইস্যুতে সোচ্চার থাকব এবং ওয়াকফ সম্পত্তি রক্ষায় সবরকম আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
এই জনসভায় বিশিষ্ট বক্তারা ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct