আপনজন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনকে ‘স্বৈরতন্ত্র’ দাবি করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশটির সুপরিচিত মানবাধিকারকর্মী কিয়ানোশ সানজারি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে কিয়ানোশ সানজারি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। ওই পোস্টে তিনি জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মাঝে চারজন রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। এর ঘণ্টাখানেক পরেই তার সহকর্মীরা জানান, সানজারি মারা গেছেন।
পোস্টে সানজারি আরও লিখেন, ‘কারো মতপ্রকাশের জন্য তাকে বন্দি করা উচিত নয়। প্রতিবাদ করা প্রতিটি ইরানি নাগরিকের অধিকার। আমি আশা করছি, ‘একদিন ইরানিরা জেগে উঠবে’ এবং ‘দাসত্বের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসবে।’ পুলিশ হেফাজতে ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে নজিরবিহীন বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভে সমর্থন জানানো এবং বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ততার কারণে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছিল।
সানজারি ইরানের নেতাদের একজন সোচ্চার সমালোচক এবং গণতন্ত্রের পক্ষে ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৭ সালের মধ্যে রাজনৈতিক সক্রিয়তার জন্য সানজারিকে বারবার গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct