চন্দনা বন্দ্যোপাধ্যায় , কুলপি, আপনজন: এবার আবাস যোজনার সুপার চেকিং এ বাড়ি বাড়ি হাজির বিডিও ও ওসি নিজেই। কুলপিতে আবাসের তালিকার সুপার চেকিং করতে বাড়ি বাড়ি ঘুরছেন বিডিও ও ওসি। আবাসে গরমিল ঠেকাতে কুলপি ব্লকের রমজাননগর গ্রামে ভেরিফিকেশন করতে বিডিও এবং ওসি নিজেরাই উপস্থিত হলেন বৃহস্পতিবার। ইতিমধ্যে আবাস তালিকার চূড়ান্ত পর্যায়ে সমীক্ষার ভেরিফিকেশন শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। কুলপির বিডিও সৌরভ গুপ্ত ও ওসি অজয় চন্দ্র কুলপির রমজাননগর গ্রাম সহ আশেপাশের বেশ কিছু গ্রামে পৌঁছে তালিকায় নাম রয়েছে এমন উপভোক্তাদের বাড়িতে যান।বাড়ি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন তাঁরা উপভোক্তাদের সঙ্গে। তাদের থেকে সমস্ত তথ্য নেওয়ার পাশাপাশি তাদের প্রকৃত বাড়ির সামনে দাঁড় করিয়ে মোবাইলে ছবিও তোলেন পুলিশ প্রশাসনের দুই কর্তা। যোগ্য প্রাপকরাই যা এর আগে ব্লক প্রশাসনের তৈরি কমিটির সদস্যরা তালিকায় থাকা নাম ধরে ধরে গ্রামে গ্রামে পৌঁছে ভেরিফিকেশন করেছিলেন। তবে পাকা বাড়ির মালিকদেরআবাসের তালিকায় নাম রয়েছে কিনা তা আরও ভাল করে খতিয়ে দেখতে এবার চূড়ান্ত পর্যায়ের ভেরিফিকেশন শুরু করলেন বিডিও এবং ওসি।এ নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্ত জানিয়েছেন, ‘যাদের আবাসের তালিকায় নাম নেই আমাদের কাছে অবশ্যই আবেদন জানাতে পারেন। এখনও পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা কোন সার্ভে নয়, ডিপার্টমেন্ট থেকে একটা তালিকা এসেছে, সেই তালিকা ধরে ভেরিফিকেশন করা হচ্ছে। ফলে সেই তালিকায় নতুন নাম আমাদের পক্ষে ঢোকানো সম্ভব নয়।তবে আমরা প্রত্যেকটা বিষয়ে মানবিকভাবে দেখার চেষ্টা করছি। গ্রামের মানুষরা যারা আমাদের কাছে আসছেন। এই টেকনিক্যাল বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে বিষয়টিকে বোঝানোর। তারা যদি কেউ আবেদন করতে চায় অবশ্যই আমরা আবেদন জমা নিচ্ছি।’আর আবাস যোজনার ঘর নিয়ে গ্রামে গ্রামে গন্ডগোল ঠেকাতে সঠিক ভাবে এই ফেরিফিকেশনের দরকার ছিলো বলে মনে করেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct