নিজস্ব প্রতিবেদক ,পাঁশকুড়া, আপনজন: পেশায় কৃষক রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি পাঁশকুড়ার নস্করদিঘীর বাসিন্দা শক্তিপদ মান্না দীর্ঘ জীবন রাজনীতিতে থেকে শাসকদল তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেড়িয়েছেন।২০১৬ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে জয় লাভ করে,এবং অনাস্থা ভোটে ২বছরের জন্য উপপ্রধানের পদ সামলানোর অভিজ্ঞতাও রয়েছে।স্ত্রী তিলকা মান্না পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে মাত্র কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন।বর্তমান সময়ে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অভিযোগ রয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবার দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিতে দেখা যাচ্ছে।এমন সন্ধিক্ষণে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১নং ব্লকের নস্করদিঘী গ্রামে।শক্তিপদ মান্না এজবেস্টার দেওয়া মাটির বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করেন। ঝড়ের সময় বাড়ির দেওয়ালের ফাটল ধরে এবং বাড়ির চালা ভেঙ্গে জল পড়ে। ২০১৩সালে একটা পাকা বাড়ির পাওয়ার জন্য আবাস যোজনার তালিকায় তিনি নিজের নাম নথিভুক্ত করেছিলেন,সার্ভে হওয়ার পর তাঁর আবেদন মঞ্জুর হলে নতুন করে ২০২৪ সালে নাম থাকে। কিছুদিনের মধ্যেই একাউন্টে টাকা ডুকবে এমন সমায় তিনি সাফ জানিয়েছেন, আবাসের বাড়ি নেবেন না লিখিত দরখাস্ত বিডিও অফিসে জমা দেন।তিনি বলেন তার দুই ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে শিখেছে,তবে ছেলেদের মধ্যে কেউই সরকারী চাকুরীজীবী নন।ছেলেদের উপার্জনের টাকায় ইতিমধ্যেই বাড়ি তুলেছেন।যার ফলে আবাস যোজনার বাড়ি করার জন্য সরকার থেকে যে টাকা তিনি পেতেন তা না নিলেও হবে।তাঁর এমন কাজে সাধুবাদ জানিয়েছেন ব্লক প্রশাসন ও শাসকদলের নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct