নিজস্ব প্রতিবেদক , রঘুনাথগঞ্জ, আপনজন: দেশ জুড়ে বেড়ে চলা নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ ও সরকারের তরফে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে দমন নিপীড়নের বিরুদ্ধে বাংলা তথা সারা দেশের মানুষকে একত্রিত ও মহিলাদের নিরাপত্তায় সম্মিলিত ভূমিকা নেওয়ার জন্য উদ্যোগী করতে গতকাল উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হল ওমেন ইন্ডিয়া মুভমেন্টের প্রেস কনফারেন্স।উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি তুহিনা খাতুন এই অভিযানের উদ্দেশ্য বর্ণনা করে বলেন— জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৪,৪৫,২৫৬টি মামলা দায়ের করা হয়েছে, যা ২০১৮ সালের তুলনায় ১২.৯% বৃদ্ধি পেয়েছে।২০২২ সাল পর্যন্ত, ১,৯৮,২৮৫টিরও বেশি ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে বছরের শেষে মাত্র ১৮,৫১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। নির্ভয়া মামলার পর কঠোর আইন, যেমন ফাস্ট ট্র্যাক কোর্টের গঠন সত্ত্বেও ২০১৮ সালের আসিফা বানুর ধর্ষণ ও হত্যার মতো ঘটনা প্রমাণ করে দেই যে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। পাশাপাশি ধর্ষণ, অপরাধ ও নারী নিগ্রহে পুলিশি অসংবেদনশীলতা এবং পক্ষপাতিত্ব ভূমিকার তীব্র বিরোধিতা করেন তুহিনা খাতুন।রাজনীতিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ প্রসঙ্গে জেলা সম্পাদিকা শাকিলা খাতুন বলেন— সংবিধানের প্রতিশ্রুতি এবং সরকারের ধারাবাহিক প্রতিশ্রুতি সত্ত্বেও, শাসন ব্যবস্থায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ এখনও কার্যকর করা হয়নি। তাবরেজ আনসারির স্ত্রী শাইস্তা পারভীন, জুনাইদ খানের মা রাবিয়া বিবি, পেহলু খানের স্ত্রী সাইরা বানোর মতো লিঞ্চিংয়ের শিকারদের পরিবারের মহিলা ও তাঁদের সন্তানদের করুন অবস্থার বর্ননা দেন রাজ্য সহ সভাপতি আলিয়া পারভীন। এছাড়াও আন্দোলন বা রাজনৈতিক বিরোধিতার জন্য কারাবন্দী মানবাধিকার কর্মী ও সাংবাদিক “তিস্তা শীতলবাদ”, সাবেক কাউন্সিলর, সিএএ বিরোধী আন্দোলনকারী “ইশরাত জাহান”, গালফিশা ফাতিমা, ও শিক্ষাবিদ ও সমাজ কর্মী শোমা সেন-এর মতো মহিলাদের উপর সরকারি নিপীড়নের উদ্ধৃতি দেন তিনি। “ নারী সুরক্ষা একটি সম্মিলিত দায়িত্ব” শিরোনামে ২য় ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার অভিযান চালাচ্ছে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট। এই অভিযানে সমস্ত মানুষের অংশগ্রহণ কামনা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct