রঙ্গিলা খাতুন , কান্দি, আপনজন: পরিবারের অসহায় অবস্থার কথা অভিষেক ব্যানার্জিকে জানানোর পড়েই, ব্লক নেতৃত্বকে পাশে পেল বড়ঞার এই পুরোহিত পরিবার। কলকাতার ধর্মতলায় একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বার্তা শুনতে গিয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পেটারি গ্রামের বাসিন্দা অলক আচার্য্য, আর সেই সভা মঞ্চ থেকেই অভিষেক ব্যানার্জি, নিজের নাম্বার ছড়িয়ে দিয়ে সকলকে জানাই এক ডাকে অভিষেক সবার কাছে পৌঁছে যাবে শুধু একটি ফোন কল করলেই, আর এবার সেই নাম্বারে ফোন ফোন করার পরেই
মায়ের শ্রাদ্ধের ২ দিন আগেই মৃত বাড়িতে বাড়িতে পৌঁছাল অভিষেকের দূত। উল্লেখ্য, দুইদিন আগেই ক্যান্সার আক্রান্ত এক রোগীর বাড়িতে হঠাৎ হাজির হয়েছিলেন অভিষেক ব্যানার্জির প্রতিনিধি তথা বড়ঞার তৃণমূল নেতা মাহে আলম। চোখ ভরা জল নিয়ে অভিষেকের সাহায্য পেয়ে মুখে হাসি ফুটেছিল বছর ৭০ এর বৃদ্ধ পঙ্কজ ঘোষের। আজ ফের দেখা গেলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা মাহে আলমকে অসহায় এই পুরোহিত এর মায়ের শ্রাদ্ধের দুইদিন আগেই শ্রাদ্ধের সমস্ত সরঞ্জাম থেকে অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে পাঠানো নগদ দশ হাজার টাকা ভর্তি খাম হাতে তুলে দিতে।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের প্রতন্ত এলাকা সাহোড়া অঞ্চলের পেটারি গ্ৰামের অসহায় ওই পুরোহিত পরিবারের পাসে দাঁড়াতে এদিন মাহে আলমের সঙ্গে থাকতে দেখা যায় ওই পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি থেকে পঞ্চায়েত সদস্য ও দলের কর্মীদের
পেটারি গ্রামে বাসিন্দা পুরোহিত আলোক আচার্য্য -জানান দীর্ঘদিন ৮ দিন আগে অসুস্থতার কারণে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ও আর্থিক সংকটে থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।
পেশা বলতে- পুজোপার্বণ করেই কোনরকমে চলে সংসার এই পরিস্থিতির এক ডাকে অভিষেক নামক প্রকল্পের দারা অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম সেখান থেকেই অভিষেক ব্যানার্জি জেলা ও ব্লক স্তরকে নির্দেশ দেন আজ মায়ের শ্রাদ্ধের দুদিন আগেই বাড়িতে দেখলাম তৃণমূলের প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct