অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বুধবার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে আসেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। মূলত বালুরঘাট রেল স্টেশনে চলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য আরো কয়েকটি রেল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম। জানা গিয়েছে, বালুরঘাট রেল স্টেশনকে উন্নত মানের পরিকাঠামো যুক্ত রেল স্টেশন হিসেবে গড়ে তুলতে চলছে নানান রকম উন্নয়নমূলক কাজ। যার মধ্যে অন্যতম হলো সিক লাইন ও পিট লাইনের কাজ। পাশাপাশি চলন্ত সিঁড়ি ও তিন নম্বর প্লাটফর্মের কাজ চলছে। এদিন বালুরঘাট স্টেশনের সেই সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ডিআরএম। এবিষয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, ‘বালুরঘাট রেল স্টেশনে অনেক ধরনের উন্নয়নমূলক কাজ চলছে। বিভিন্ন স্তরের কাজ সম্পন্ন করবার চেষ্টা চলছে। পিট লাইনের যে কাজ চলছিল তা প্রায় শেষ।আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। তবে বর্ষার কারণে কাজের অগ্রগতির ক্ষেত্রে কিছুটা সময় ব্যাহত হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct