নিজস্ব প্রতিবেদক , তমলুক, আপনজন: মুখ পুড়ল বিজেপির সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কাঁথি থেকে বিজেপির টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী তারপরেও কাঁথির মানুষের যে আস্থা নেই অধিকারী পরিবারের উপরে অথবা তাদের দল বিজেপির উপরে তা আরো একবার স্পষ্ট হয়ে গেল সমবায় সমিতির ভোটের ফলাফলে। স্থানীয় বিধায়ক বিজেপির। পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের।অধিকারী গড় হিসেবে পরিচিত দক্ষিণ কাঁথিতে একটি সমবায় নির্বাচনে দাপট দেখাল শাসকদল তৃণমূল কংগ্রেস। পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪১টি আসনের মধ্যে ৩৭টি জিতল তারা।যদিও এই ফল নিয়ে দুই দলের চাপানউতোর শুরু হয়েছে।দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েত।এই এলাকায় এদিন সমবায় নির্বাচন ছিল।প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির ১০৫৬ জন সদস্য।মোট আসন ৪১টি। যার মধ্যে ৩৭ আসন ঘাসফুল শিবির জিতেছে।এই বিধানসভায় পিছিয়ে থাকলেও এই সমবায়ে নিজেদের আধিপত্য দেখাল রাজ্যের শাসকদল, বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস বলেন, “এই সমবায় সমিতি বরাবর আমাদের দখলে ছিল। আগামীদিনেও থাকবে। কারণ এই এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তি চায় না। তাই, আমাদের প্রতিনিধিদের জয়যুক্ত করেছেন।” তৃণমূলের জয়ী প্রার্থীদের হাত ধরে এই সমিতি আগামীদিনে আরও লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct