বাবু হক , হাওড়া, আপনজন: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের অমরাগড়ি জিপির ঘনশ্যাম চক ওস্তাদ জী পাড়ার ও চকজনার্দন এলাকার চক নবীন সংঘর নিকট জল নিকাশি খালের উপর ভগ্নপ্রায় কাঠের সেতু টিকে শীঘ্রই সংস্কার করা অথবা পাকা কংক্রিটের সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। এই এলাকায় সর্ব প্রথম এই সেতু নির্মাণ করে রাজ্য সেচ দফতর। সেতুটি দিয়ে সারা দিনে বহু মানুষ যাতায়াত করেন বিভিন্ন গ্রামের ও পাড়ার। অল্প সময়ে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, হাইস্কুল, কলেজ, হাসপাতালে। এমনকি থানা ও আমতা দুই ব্লকের বিভিন্ন দফতরে যাওয়া যায়। শতাধিক বিঘা জমিতে ফসল উৎপাদন বিপণন সরবরাহ করা হয় বলে জানা গেছে। এলাকায় গিয়ে দেখা যায় বাস্তব অবস্থা, ওস্তাদ জী পাড়ায় রয়েছে ঘনশ্যাম চক খানকাহ পাক কুল মশায় খানে তরিকতের জুমলা পীরের আস্তানা, পীর কামেল শাহ্ সুফী হজরত সেখ আব্দুল ওয়াহেদ চিস্তী ও কাদেরীর মাজার এছাড়াও রয়েছে তদ্বীয় খলিফা মেজলা শাহজাদা গদ্দীনসীন পীরে কামেল হযরত মাওলানা শাহ সুফী সাধক সেখ মহম্মদ জহুরুল হক সাহেবের মাজার শরীফ প্রায় নিত্যদিনে ও বাৎসরিক ওরশ মোবারকে ভক্তদের ঢল নামে। এই গুরুত্বপূর্ণ ও ঐতিহ্য পূর্ণ,ঐতিহাসিক নিদর্শন স্থলে পাকা কংক্রিটের সেতু নির্মাণের দাবি করেন আব্দুল ওয়াহেদ শাহ্ র বংশধর বাবু হক সাহেব এলাকাবাসীর পক্ষ থেকে তিনি আমাদের প্রতিনিধির মাধ্যমে সেচ দফতরের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকার আপা মোর জনসাধারণের সুবিধার্থে কাঠের সেতু টিকে অবিলম্বে সংস্কার করা হোক কারণ কেউনা কেউ প্রায়দিনই যাতায়াত করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হচ্ছে। কৃষি যন্ত্রপাতি ও যানবাহন, চলাচল করে, কৃষকের উৎপাদিত ফসল সরবরাহ করা হয় এই সেতু দিয়ে। সম্প্রতিক বন্যার আগে থেকেই এই সেতু দিয়ে চলাচলের সমস্যা দেখা দেয় তার পর বন্যার কারণে আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।হক আশাবাদী এলাকার আমজনতা র কথা বিবেচনা করে সেচ দফতর নিশ্চিই পাকা, কংক্রিটের সেতু নির্মাণে উদ্যোগ হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct