আপনজন ডেস্ক: রাজ্য সরকারের কর্মীদের সময়মতো অফিসে না আসার অভিযোগ রুখতে এবার সক্রিয় হল নবান্ন। সরকারি কর্মীদের অফিসে প্রবেশে যাতে কোনও কারচুপি না হয়, তার জন্য এবার অর্থ দফতরের কর্মীদের শুধু বায়োমেট্রিক পদ্ধিতে হাজিরা দিতে হবে। এতদিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করেও হাজিরা দেওয়া যেত। কিন্তু তাতে
কর্মীদের সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠায় এবার কড়া মনোভাব নিল নবান্ন। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, নবান্নে অর্থ দফতরের কর্মীদের কেবলমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতেই হাজিরা নিশ্চিত করতে হবে। খাতায় সইয়ের পুরনো পদ্ধতি আর অফিসে অনুসরণ করা হবে না। অর্থ দফতরের উপসচিব নাভেদ আখতার নির্দেশ দিয়েছেন, পদোন্নতি বা বদলির ক্ষেত্রে কর্মীদের যোগদানের দিনেই বায়োমেট্রিক ডেটা আপডেট করতে হবে। অন্যদিকে, অন্য দফতরে বদলি হয়ে গেলে ওই কর্মীর বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধের জন্য আগাম জানাতে হবে। উল্লেখ্য,
২০২৩ সালের মে মাসে নবান্নে বায়োমেট্রিক পদ্ধতি চালু হলেও, সেই সঙ্গে খাতায় সইয়ের সুবিধা বজায় ছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct