আপনজন ডেস্ক: উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় বন্দুকযুদ্ধে স্থানীয় তৃণমূল কর্মীর মৃত্যুর মতো বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের ৬টি কেন্দ্রের বিধানভা উপনির্বাচন মোটামুটি শান্তিতে সম্পন্ন হয়েছে বুধবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত ছয়টি আসনে ভোটদানের হার ছিল ৬৯.২৯ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, বাঁকুড়া জেলার তালডাংরা আসনে ভোট পড়েছে ৭৫.২০ শতাংশ, হাড়োয়া (৭৩.৯৫), মেদিনীপুর (৭১.৮৫), সিতাই (৬৬.৩৫), মাদারিহাট (৬৪.১৪) এবং নৈহাটি (৬২.১০)। বুধবার নৈহাটি বিধানসভা কেন্দ্র সংলগ্ন তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস রিপোর্ট তলব করেছে। ২০২০ সালের একটি হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া ভুক্তভোগী সকাল ৯টার দিকে রাস্তার পাশের একটি দোকানে চা খাওয়ার সময় জনসমক্ষে তিন হামলাকারী তাকে গুলি করে এবং ককটেল বোমা নিক্ষেপ করার পরে আহত হয়ে মারা যান।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এই ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চার বছর আগে নিহত ব্যক্তির ভাইয়ের দ্বারা পরিচালিত প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনায় তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়, বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস নৈহাটি এবং অন্যান্য আসনের ভোটারদের মধ্যে ভয় দেখানোর কৌশল ব্যবহার করছে। জগদ্দল আসনের স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম কোনও বিবৃতি না দিয়ে দাবি করেছেন যে হামলার পারিপার্শ্বিক পরিস্থিতি নির্ধারণের জন্য তদন্ত চলছে। হাড়োয়া, মাদারিহাট, সিতাই ও তালডাংরা কেন্দ্রে তৃণমূল কর্মীরা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি। রাজ্যের শাসক দল এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে বিরোধী দলগুলি শাসক দলের নির্বাচনী সম্ভাবনা নষ্ট করার জন্য গল্প সাজাচ্ছে।
তিনি বলেন, “তৃণমূলের কর্মীরাই খুন হচ্ছে, আর বিরোধীরা আমাদের দোষারোপ করছে। বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি ভোটের সময় হিংসা ছড়ানোর চেষ্টা করছে। মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। মুজনাইয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লোহার। তাঁর গাড়ি আটকে তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে দাবি তাঁদের।
তৃণমূলের একাংশের পাল্টা অভিযোগ, মানুষের সহানুভূতি টানতে লোহার নিজের গাড়ি ভাঙচুর করেছেন।
তৃণমূল সমর্থকদের দাবি, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গাকে গত পাঁচ বছরে এলাকায় দেখা যায়নি, বিজেপির প্রতি ভোটারদের অসন্তোষ বাড়িয়ে ওই এলাকায় কোনও উন্নয়নমূলক কাজও করেননি। কোচবিহারের সিতাই এলাকার একটি বুথে ইভিএম মেশিনের দুটি বোতাম টেপ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠলে উত্তেজনা ছড়ায়।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম অভিযোগ করেন, তাদের এক পোলিং এজেন্টকে মারধর করেছে তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct