সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্প ২০২৪-২৫ অর্থ বর্ষের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ও খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তার করণের ব্যবস্থাপনায় লোকপুর থানার সারসা গ্রামে খামার দিবস পালন উপলক্ষে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উক্ত গ্রামের চাষীদের নিয়ে নানান ধরনের কৃষিজাত ফসল উৎপাদনের বিষয়ে আলোকপাত করেন জেলা ও ব্লকের কৃষি আধিকারিকেরা। বিশেষ করে উল্লেখ করেন যে শুধুমাত্র ধান চাষের উপর নির্ভর না থেকে লাভজনক মিলেট চাষের উপরে ও জোর দেওয়া প্রয়োজন। ফসলের ক্ষেত্রে ঔষধ প্রয়োগের নির্দিষ্ট সময়সীমা ও ঔষধের পরিমাণ সহ নানান বিষয়ে চাষীদের অবগত করেন। আসন্ন রবি মরশুম এর শুরুতেই চাষীভাইদের উদ্যেশ্যে বার্তা দিলেন যে কিভাবে সরিষা, আলু,এবং কলাইজাতীয় ফসল চাষ করা যেতে পারে।চাষের ক্ষেত্রে নতুন পদ্ধতি ব্যবহার করে বেশী বেশী ফসল পাওয়ার চেষ্টা করতে হবে।উল্লিখিত ফসলগুলির বিভিন্ন রোগ,পোকা নিয়ন্ত্রণ এবং ঔষধ ব্যবহারের পরিমাণ ও নিয়ম শৃঙ্খলা সম্পর্কে উপস্থিত চাষীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ি সদর কৃষি অফিস থেকে বিপদ ভঞ্জন পাল,সহ কৃষি অধিকর্তা(বিষয়বস্তু) ডঃ নিশীথ মণ্ডল,খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াঁই, বিটিএম দেবেশ মুখার্জি,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তারাপদ দাস প্রমুখ ব্যাক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct