আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে দারুণভাবে কাটানো মৌসুমটা খানিকটা আক্ষেপের সঙ্গে শেষ করেছেন লিওনেল মেসি। নিয়মিত মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) সাপোর্টার শিল্ড জেতা মায়ামি প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে।
অথচ প্লে–অফে নিরঙ্কুশ ফেবারিট হয়েই মাঠে নেমেছিলেন মেসিরা, জিতেছিলেন তিন ম্যাচ সিরিজের প্রথমটাও। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। আটলান্টার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে বিদায় নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
মায়ামির হয়ে মৌসুম শেষ করার পর মেসি এখন যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলে। বুয়েনস এইরেসের এজেইজা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করে বিশ্বকাপ বাছাইয়ের পরের দুই ম্যাচের জন্য প্রস্তুত হবেন মেসি।
এরই মধ্যে অবশ্য আর্জেন্টিনা দলের সঙ্গে তাঁর অনুশীলন শুরুও হয়ে গেছে। ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে বাছাই পর্বে শীর্ষে থাকা মেসির আর্জেন্টিনা। আর ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মেসিরা আতিথ্য দেবে পেরুকে।
এই ম্যাচ দুটি খেলার জন্য আর্জেন্টিনা ফেরার সময় মেসি বার্তা দিয়ে গেছেন মায়ামি সমর্থকদের উদ্দেশেও। যেখানে কিছু লক্ষ্য পূরণ হওয়ার কথা বলেছেন মেসি। পাশাপাশিও ক্লাবটির হয়ে আরও অনেক কিছু জেতার সংকল্পের কথাও বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এমন একটি মৌসুমে আমরা ক্লাব হিসেবে আরও বড় হয়েছি, সেটি শেষ হলো। আমাদের কিছু লক্ষ্য পূরণ হয়েছে, তবে আমরা আরও চাই। যাঁরা আমাদের পাশে ছিলেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রস্তুতি নেব।’
সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ অর্জন আছে মেসির। ইন্টার মায়ামির হয়ে এ মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোল করেছেন মেসি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। চোটের কারণে ও জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকায় মিস করেছেন ২০ ম্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct