আপনজন ডেস্ক: বেশ কয়েকটি কুকি-জো সংগঠনের ডাকা কারফিউ ও ‘সাধারণ বনধের’ মধ্যে মঙ্গলবার সংঘাতপূর্ণ মণিপুরের জিরিবাম জেলায় মেইতেই সম্প্রদায়ের দুই বৃদ্ধের পোড়া দেহ উদ্ধার করা হয়েছে। মণিপুর পুলিশের ইন্সপেক্টর জেনারেল আই কে মুইভা ইম্ফলে সাংবাদিকদের বলেন, সোমবার বিকেলে একটি পুলিশ স্টেশন ও সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানোর অভিযোগে ১০ সশস্ত্র ব্যক্তির মৃত্যুর পর তল্লাশি চালিয়ে দুটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তিন মহিলা ও তিন নাবালক-সহ ছয়জনের খোঁজে তল্লাশি চলছে। জিরিবামে কুকি-জো জঙ্গিরা যে ছয়জনকে অপহরণ করেছে বলে সন্দেহ, তাদের খুঁজে বের করার দাবিতে বুধবার ইম্ফল উপত্যকায় ‘সাধারণ বনধ’ ঘোষণা করে মেইতেই সংগঠনগুলি। তারা জানিয়েছে, কুকি-জো জঙ্গিরা বেশ কয়েকটি দোকান ও বাড়িতে আগুন ধরালে লাইশরাম ও মাইবাম কেশ নামে দুই ব্যক্তি পুড়ে মারা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct