সেখ রিয়াজুদ্দিন , বীরভূম, আপনজন: সোমবার জেলা সদর সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় চলে ভাঙচুর। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ। পরিবার সূত্রে জানা যায় প্রায় সাত দিন আগে সিউড়ির ডাঙ্গালপাড়ায় অবস্থিত স্বস্তিক নামে একটি বেসরকারি হাসপাতালে হাঁটু ভাঙ্গা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামের নেফাজুল খান। গত রবিবার দিন নেফাজুলের হাঁটুর অপারেশন হয় উক্ত হাসপাতালে। তার পর থেকেই নেফাজুল খানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং সোমবার দিন তার মৃত্যু হয়। নেফাজুলের পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার ফলেই এই মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের লোক জানিয়েছেন তিনি বেশ সুস্থ ছিলেন। কিন্তু ডাক্তারদের ভুল চিকিৎসার ফলেই মৃত্যু হয়েছে। রোগী মৃত্যুর খবর পাওয়ার পরই গ্রামের লোকজন সেখানে এসে জড়ো হয় এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। কিন্তু উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। আইসিইউ, রিসেপশন সহ হাসপাতালের সর্বত্র মৃতের পরিবারের লোকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct