সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এরিয়া কমিটির ডিওয়াইএফআই-এর নেতৃত্বে দশ দফা দাবি নিয়ে সাগর পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন রবিবার বিকেল। ডেপুটেশন ঘিরে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী।দাবি গুল হল: সাগরপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ৫০ থেকে ৬০টা বেডের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ নার্স ও ডাক্তার নিয়োগ করতে হবে, ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হসপিটালে লাইট লাগাতে হবে, অ্যাম্বুলেন্সের ভাড়ার লিস্ট হসপিটালে সামনে লাগাতে হবে, হসপিটাল চত্বরে ডাক্তারদের চেম্বার করা যাবে না, সহ একাধিক দাবি ছিল এদিন। এদিন
ডেপুটেশন জমা দেওয়ার পর হাসপাতালের মেডিক্যাল অফিসার জয়দীপ চৌধুরী জানান আমরা যথাযথ চেষ্টা করব, এবং এতে আমাদেরও সমস্যা হয়,বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তা দের জানাবো।
যদিও এদিনের ডেপুটেশন জমা দিয়ে সাংবাদিকদের বলেন আগামী ১৫ দিন সময় শিমা বেঁধে দেওয়া হয়েছে যদি তার মধ্য আমাদের দাবি গুলো পূরণ না হয় তাহলে এই থেকে আরো বড় আন্দোলনে পথে নামবো আমরা বাম যুব সংগঠন।
এদিনের ডেপুটেশনে ছিলেন ডিওয়াইএফআই জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মাঈনউদ্দিন আহামেদ ও হীরক দে,সাগর পাড়া লোকাল কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন লোকাল কমিটির সদস্য গণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct