আসিফা লস্কর, কুলপি, আপনজন: কুলপি ব্লকের কামারচক অঞ্চলে রাম স্মরণপুরের দুই তৃণমূল কর্মীর দুটি মাছের পুকুরে বিষ দেয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । কয়েক হাজার টাকার মাছ নষ্ট। দুটি পুকুরের মালিক হলেন রামসরনপুরের বাসিন্দা জলিল মোল্লা ও খলিল মোল্লা। আজ সকালে জলিল মোল্লা ও খলিল মোল্লা পুকুরের দিকে গিয়ে দেখেন পুকুরে চারিদিকে মাছ মরে ভেসে উঠেছে। তারপর পুকুরের জল তুলে নাকে শুকিয়ে দেখে তীব্র গন্ধ। তাদের অনুমান পুকুরে বিষ দেওয়ার ফলে মাছগুলো মরে গেছে। পুকুরের মালিকের অভিযোগ রাজীতনীতির প্রতিহিংসা বসত তাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে। তাদের অভিযোগের তীর আইএসএফের দিকে। এই বুথে তাদেরকে চাইতে হারিয়ে এসে জয়লাভ করেছিল। লোকসভায় পুনরায় তাদের হারানো জমির তৃণমূল উদ্ধার করে তারপর থেকে তারা আইএসএফের কুনজরে এই ধরনের ক্ষতির সম্ভাবনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct