আপনজন ডেস্ক: প্রবল চাপের মুখে এবার সুর পাল্টালেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শেষমেশ তিনি বড়দিনের আগেই আস্থাভোট নিতে রাজি হয়েছেন। খবর ডয়চে ভেলের। রোববার (১০ নভেম্বর) শলৎস জানান, তিনি বড়দিনের আগেই আস্থাভোটে রাজি আছেন। জার্মানির সরকারি ব্রডকাস্টার এআরডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে শলৎস বলেন, যদি সকলে একমত হন, তাহলে বড়দিনের আগে আস্থাভোট নিতে আমার কোনো অসুবিধা নেই। আমি ক্ষমতায় সেঁটে বসে থাকতে চাই না। গত সপ্তাহে শলৎসের নেতৃত্বে তিন দলের ক্ষমতাসীন জোট ভেঙে গেছে। দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারকে বরখাস্ত করেন চ্যান্সেলর শলৎস। এখন নির্বাচনের প্রস্তুতির আগে আস্থাভোট নেওয়াটা জরুরি। ওলাফ শলৎস প্রথমে জানিয়েছিলেন, তিনি আগামী বছরের ১৫ জানুয়ারি আস্থাভোট নেবেন। কিন্তু তারপর প্রবল চাপের মুখে পড়ে তিনি আস্থাভোট এগিয়ে আনতে সম্মত হয়েছেন।
ওলাফ শলৎস জানান, তিনি এই জোট ভাঙার জন্য দায়ী নন। তিনি কোনোরকম উসকানি দেননি বরং তিনি শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছিলেন, যাতে এসপিডি, গ্রিন ও এফডিপি-র জোট অটুট থাকে।
শলৎস বলেন, আমি সহযোগিতা ও সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু কিছু সময় খুবই খারাপ ধরনের খেলা হয়েছে। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct