আপনজন ডেস্ক: সপ্তাহান্তে আইভরি কোস্টের দক্ষিণাঞ্চলে দু’টি মিনিভ্যানের মধ্যে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সিভিল প্রোটেকশন সার্ভিস (ওএনপিসি) জানিয়েছে, গাগনোয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনায় কমপক্ষে আরো ১১ জন আহত হয়েছে। আহজিয়াব্রে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র সূত্রে তারা আরো জানায়, স্থানীয় সময় প্রায় সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আবিদজান থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, আইভরি কোস্টে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। কিছু এবড়োথেবড়ো রাস্তা ও ফিটনেসহীন যানবাহন ও গাড়ি চালকদের বেপরোয়া ড্রাইভিং দুর্ঘটনাগুলোর জন্য দায়ী। দেশটিতে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই অনেকে গাড়ি চালায়। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আইভরি কোস্টে গাড়ি দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ১,০০০ থেকে ১,৫০০ লোক প্রাণ হারায়। দেশটিতে প্রায় ১.৫ মিলিয়ন যানবাহন চলাচল করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct