আপনজন ডেস্ক: হালাল’ ও ‘ঝাটকা’ খাবার নিয়ে বিতর্কে বড় পদক্ষেপ নিল এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানি বলেছে যে তারা আর ফ্লাইটে হিন্দু ও শিখদের ‘হালাল’ খাবার পরিবেশন করবে না। এছাড়াও, ‘মুসলিম মিল’ এখন ‘স্পেশাল মিল’ নামে পরিচিত হবে। বিশেষ মিল মানে হালাল প্রত্যয়িত খাবার। উল্লেখ্য, কিছুক্ষণ আগে ফ্লাইটের খাবারের নাম ‘মুসলিম মিল’ হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া লিখেছে,’এমওএমএল (মুসলিম খাবার): ‘এমওএমএল’ স্টিকার লেবেলযুক্ত প্রিবুকিং করা খাবারকে একটি বিশেষ খাবার (এসপিএমএল) হিসাবে বিবেচনা করা হবে। হালাল সার্টিফিকেট শুধুমাত্র উন্নত এমওএমএল খাবারের জন্য সরবরাহ করা হবে।
সৌদি খাতের সকল খাবার হালাল হবে। হজ ফ্লাইটসহ জেদ্দা, দাম্মাম, রিয়াদ, মদিনা সেক্টরে হালাল সনদ দেওয়া হবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত রবিবার ঘোষণা করে জানায়, খাবার পরিষেবা নীতিতে একটি বড় পরিবর্তন নিয়ে আসছে যাত্রীদের পছন্দমাফিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct