আপনজন ডেস্ক: ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সঞ্জীব খান্না। আজ সোমবার সকালে তিনি শপথ নেন। গতকাল রোববার ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান ডি ওয়াই চন্দ্রচূড়। আজ তাঁর স্থলাভিষিক্ত হলেন ৬৪ বছর বয়সী সঞ্জীব খান্না। ভারতের রাষ্ট্রপতি ভবনে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্জীব খান্নাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রধান বিচারপতি হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করবেন সঞ্জীব খান্না। আগামী বছরের ১৩ মে তার অবসরে যাওয়ার কথা। তার বাবা দেব রাজ খান্না দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন সঞ্জীব খান্না। ২০১৯ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হন।
বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসাবে তার প্রথম দিনে ৪৫ টি মামলার শুনানি করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct