আপনজন ডেস্ক: অবশেষে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) কলকাতা, পাটনা, লখনউ সফর বাতিল হল। যদিও বিরোধী দলের সদস্যরা ৯ নভেম্বর শুরু হওয়া সফরের দ্বিতীয় পর্ব বয়কট করেছেন, যা ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। শনিবার গুয়াহাটিতে এবং সোমবার ভুবনেশ্বরে জেপিসির বৈঠক হয়।
অবশ্য, জেপিসির সফর বাতিল নিয়ে জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন, আমার অনেক সহকর্মী আমাদের জানিয়েছেন যে তারা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের রাজ্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অনেক রাজ্যে উপনির্বাচন হচ্ছে।। তাই তাঁরা বৈঠকে যোগ দিতে পারেননি। তাদের অনুরোধে আমি স্টাডি ট্যুর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, কলকাতা, পাটনা ও লখনউয়ের স্টাডি ট্যুরের সময়সূচি পরিবর্তন করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই প্যানেলের সব সদস্য আলোচনায় অংশ নেবেন। তিনি বলেন, সোমবার ভুবনেশ্বরে এবং দু’দিন আগে গুয়াহাটিতে জেপিসির বৈঠক ‘অত্যন্ত সফল’ বৈঠক হয়েছে।
এদিন ওড়িশা সরকার, রাজ্য সংখ্যালঘু কমিশন, রাজ্য ওয়াকফ বোর্ডের প্রতিনিধি, প্রবীণ আইনজীবী, সমাজকর্মী এবং রাজ্যের অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আট ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করে জেপিসি। স্টেকহোল্ডাররা প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কে তাদের মতামত দিয়েছেন। আমাদের যৌথ সংসদীয় কমিটি তাদের মতামত খতিয়ে দেখবে এবং এর বিষয়বস্তু তাদের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করবে। বৈঠকে বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেউ যোগ দিল কি যোগ দিল না, তাতে কিছু যায় আসে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct