আপনজন ডেস্ক: দার্জিলিং সফরে কলকাতা থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে দার্জিলিং রওনা দেওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্য রাজ্যের নির্বাচন নিয়ে আমি কিছু বলব না। তবে চাইব সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিক। উপনির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,বাই ইলেকশন আছে । ৬ ‘টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে। কোচবিহারের সিতাই , আলিপুরদুয়ারের মাদারিহাট , বাঁকুড়ার তাল ড্যাংরা , উত্তর ২৪ পরগনার হাড়োয়া , নৈহাটি ও মেদিনীপুরে। এই ছ’ টি কেন্দ্রে সাধারণ মানুষের কাছে আবেদন করব তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থাকে। তাই রাজ্যের শাসক দলকে ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমি চাই, দার্জিলিং ভালো থাকুক। তরাই ,ডুয়ার্স ভালো থাকুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন,অন্য রাজ্যের নির্বাচনী ক্ষেত্রে আমি কিছু বলবো না। তবে চাইবো সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট করুক। তিনি বলেন আমি
দার্জিলিং যাচ্ছি , সোমবার রাতের মধ্যে পৌঁছে যাব। মঙ্গল এবং বুধবার কাজ আছে। ১৫ তারিখ শুক্রবার আমি ফেরত আসব কলকাতায়। রাজ্যের একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হতে চলেছে তাঁর সফর। প্রথমেই এদিন রাতে মুখ্যমন্ত্রীর দার্জিলিং যাবেন। সেখানে থেকেই ১৩ তারিখ সরস মেলা উদ্বোধন করবেন মমতা। বলা বাহুল্য, এই প্রথমবার টানা ১১ দিন ধরে দার্জিলিংয়ে চলবে এই মেলা।
মুখ্যমন্ত্রীর এবারের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল ১২ নভেম্বর। কারণ, ওই দিন তিনি জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয়, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। দু’ দিন দার্জিলিংয়ে থাকার পর কর্মসূচি সেরে ১৪ তারিখ বৃহস্পতিবার তিনি শিলিগুড়িতে ফিরবেন । সেখানেও হবে প্রশাসনিক বৈঠক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । খুশি পাহাড়বাসী। ১৫ নভেম্বর শুক্রবার কলকাতায় ফিরেই রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যাবেন মমতা। চলতি বছর সার্ধ শতবর্ষ উপলক্ষে ১৫ থেকে ২১ নভেম্বর, সাতদিন ধরে রাজ্যের প্রত্যেক জেলায় পালিত হবে বীরসা মুন্ডার জন্মদিন। বলা বাহুল্য, এবারের মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মাদারিহাট ও সিতাইয়ে উপনির্বাচন রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct