সারিউল ইসলাম , লালবাগ, আপনজন: অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিন লালবাগ সেমিনার হলে বাল্য বিবাহ প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা এবং সাইবার ক্রাইম সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা শাসক ড. বনমালী রায়, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাজিদ ইকবাল আইপিএস, লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক অকলকর রাকেশ মহাদেব, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, জেলা পরিষদ সদস্য মগরেব সরকার সহ অন্যান্য অতিথিরা।
অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মুর্শিদাবাদ জেলা শাখার সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘বাল্যবিবাহ রোধ, সাইবার সচেতনতা এবং ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ডেঙ্গু সচেতনতার বিষয়ে মানুষকে সজাগ করতে ৩২০ জনকে মশারী প্রদান করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct