আমীরুল ইসলাম , বোলপুর, আপনজন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সমন্বয়ে একযোগে কাজ করার প্রাথমিক সম্মতি মিলল রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মানোন্নয়ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আধুনিকতম চিকিৎসা বিষয়কেও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত করার প্রয়াস নিচ্ছেন রাজ্য সরকার।
সেই প্রয়াসে এবার সহযোগী হিসাবে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের সদস্যরা। শনিবার প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের যুগ্ম সম্পাদক তাহের শেখ ও উপদেষ্টা এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশানের সভাপতি মোহম্মদ বাকিবুল্লাহ মোল্যা রাজ্যের সম্মানীয় মুখ্য সচিব ড. মনোজ পন্থ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর তাহের শেখ জানান যে অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনাতে রাজ্য সরকারের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একযোগে কাজ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ৭ নভেম্বর বিধাননগরে পূর্বাঞ্চল সংস্কৃতি মঞ্চে প্রাইভেট নার্সিংহোমস এন্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশানের ৫০০ জনেরও বেশি সদস্যদের উপস্থিতিতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আগামীদিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায়, সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার আহ্বান জানানো হয়। সেদিন এই নতুন সোসাইটির কাজ এগিয়ে নিয়ে যেতে ১১জনের এক বিশেষ কমিটি তৈরি করা হয়।
রাজ্য সমস্ত বেসরকারি হাসপাতাল নার্সিংহোম কর্তৃপক্ষকে এক জায়গায় আনার লক্ষ্যে আগামী ২০ নভেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়িতে সিনারর্জি টাওয়ারে আরো এক সম্মেলন ডাকা হয়েছে। এই নবগঠিত এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী সদস্য মলয় পীট বলেন, এই গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। সরকারের তরফ থেকে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন রকম উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্বাস য আমরা সকলে একসঙ্গে যুক্ত হয়ে সোসাইটি গঠন করে আগামীদিনে রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ও তাদের সহযোগিতায়, সমন্বয় স্থাপন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct